গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

আদালতরাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়েকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।

আদালতে সংশ্লিষ্ট থানা (জিআর) শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ মার্চ রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুরের একটি ফ্ল্যাটে খুন হন গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরান (৪২)। এরপর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, সুজাতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে বেসেথ চিরানের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। ওই ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি করেন। পরে সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।