ছাদে এডিসের লার্ভা: ভবন মালিকের জরিমানা, কেয়ারটেকারের কারাদণ্ড

ছাদ বাগানে অপরিচ্ছন্ন পরিবেশে পাওয়া গেছে এডিস মশার লার্ভা

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত একটি বাড়ির ছাদ নোংরা থাকায় এবং সেখানে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবনটির কেয়ারটেকারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

গুলশানের এই বাসাটির ছাদে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবন মালিকের আর্থিক জরিমানা ও কেয়ারটেকারকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

সাজিদ আনোয়ার জানান, গুলশান-২ নম্বরের ৪৪ নম্বর সড়কের এন ডাব্লিউ বি-২৮ (১১৯) প্লটে অবস্থিত বহুতল ভবনের ছাদে প্রচুর সংখ্যক এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন ও কমোডে প্রচুর এডিস মশার লার্ভাও পাওয়া গেছে। এ সব অপরাধে মালিককে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবনের কেয়ারটেকার আওলাদ হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এডিস মশাবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।