গাজীপুরে অগ্নিকাণ্ড

একে একে মারা গেলেন একই পরিবারের ৩ জন

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

গাজীপুরের সালনার একটি বাসায় গ্যাস লিকেজ ও বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দগ্ধ তিন জনই মারা গেছেন। নিহতরা হলেন- আকলিমা বিবি (৫০), তার বাবা নুর মোহাম্মদ শেখ (৮০) ও স্বামী ইয়াকুব আলী (৬০)।

সোমবার (১৯ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, ‘আকলিমার শরীরের ৯৬ শতাংশ, ইয়াকুবের ৯৮ শতাংশ, ও নুর মোহাম্মদের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’

মৃত আকলিমার চাচাতো ভাই শাহীন বলেন, ‘গাজীপুরের সালনার বাসায় রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে দগ্ধ হয়েছিলেন।’  

জানা যায়, শনিবার (১৭ আগস্ট) ভোর পৌনে ৪টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার রাতে আকলিমা বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সোমবার দুপুর ২টা ২০ মিনিটে আকলিমার স্বামী ইয়াকুব আলী ও কিছুক্ষণ পর আকলিমার বাবা নুর মোহাম্মদ শেখও মারা যান।