শাবিতে স্নাতক ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের  (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন করতে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ আগস্ট) বিকালে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি জানান, আগামী ২৬ অক্টোবর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন উপলক্ষে এগ্রিকালচারাল অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষা নিয়ে সার্বিক বিষয়ে কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগামীকাল থেকে আমরা ভর্তি পরীক্ষার মূল কাজ শুরু করবো। আমি ইতোমধ্যে সদস্য সচিবের সঙ্গে  আলাপ করেছি।

তিনি আরও জানান, খুব শীঘ্রই কমিটির অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময়সূচি, আবেদন ফি, ভর্তি ফি, আসন সংখ্যাসহ অন্যান্য কার্যক্রম নির্ধারণ করা হবে।

এছাড়া ভর্তি পরীক্ষায় যে কোনও ধরনের জালিয়াতি বন্ধ করতে শাবি প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এসময় সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।