এডিসের লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা





WhatsApp Image 2019-08-20 at 17.41.37এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি নির্মাণাধীন ভবন ও একটি বাণিজ্যিক ভবনের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২০ আগস্ট) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ডিএনসিসি জানায়, এদিন সকাল সাড়ে ১০টায় গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক থেকে মেয়র মো. আতিকুল ইসলাম ডেঙ্গু নিধনে চিরুনি অভিযান উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এলাকার ১ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যান। ওই বাড়ির ছাদে কমোডের পরিত্যক্ত ফ্লাশে এডিসের লার্ভা পাওয়ায় মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ১৪০ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে (হোল্ডিং নম্বর ১০) এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একই সড়কের নির্মাণাধীন আরেকটি ভবনের মালিককে এবং গুলশান ২ নম্বরের ৬২ নম্বর সড়কের নির্মাণাধীন আরেক ভবনের মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
তারা জানান, ডেঙ্গু নিধনে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।