এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের ভবন মালিককে লাখ টাকা জরিমানা

ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৩ এর আওতাধীন গুলশানে অভিযান চালিয়ে ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিকের প্রত্যেককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ চার দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২১ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় গুলশান-১ নম্বরের ১৯ নম্বর রোডের ২০ নম্বর বাড়ি ও ২১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির মালিককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ ৪টি দোকান মালিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৯ নং ওয়ার্ডে এডিস মশার বিরুদ্ধে চিরুনি অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রমের দ্বিতীয় দিনে ২০১টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি ‘সাবধান এই বাড়িতে মশার লার্ভা পাওয়া গিয়াছে’ লেখা একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।