মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১৫ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ মমামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন পাঁচ আসামি। তারা হলেন— মো.গিয়াস উদ্দিন খান (৭৭), সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো. উমেদ আলী (৮৭), মো. আবু ছিদ্দিক (৭৫), মো. আব্দুল খালেক (৬২)। এদের সবাই তৎকালীন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।বাকি ১০ আসামি এখনও পলাতক থাকায় তদন্ত সংস্থা তাদের নাম প্রকাশ করেনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো.হান্নান খান।

প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে  লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৩০ জনকে হত্যা, ২০/২৫ জনকে আহত করা, এক নারীকে ধর্ষণ, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে চার খণ্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।