ভবনে মশার লার্ভা: ৬ বাড়ি মালিককে জরিমানা

বিভিন্ন বাড়ির ভেতরে পরিচালিত হচ্ছে মশক নিধন কার্যক্রমএডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৬ বাড়ি মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২২ আগস্ট) সংস্থাটির তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১৮টি বাড়ি পরিদর্শন করা হয়েছে। এরমধ্যে চারটি বাড়িতে এডিস মশার লার্ভা এবং দুটিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ২০টি বাড়ি এবং হাটখোলা রামকৃষ্ণ মিশন কে এম দাস লেন পরিদর্শন করেন। এ সময় তিনি এডিস মশার লার্ভা পাওয়ায় ১৯৩ ফকিরাপুলের নির্মাণাধীন একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বড় মগবাজার ওয়ারলেস এলাকার ৩২টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শেরে বাংলা রোডের ৪৩/১ হাজারীবাগের বাড়ির ছাদে পরিত্যক্ত টায়ারে এডিসের লার্ভা পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী হাজারীবাগ শেরে বংলা এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি কেএমদাস লেনের দুটি বাড়িতে লার্ভার প্রজননস্থল উপযোগী পরিবেশ পাওয়ায় পাঁচ হাজার ও অভয় দাস লেনের দুটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় চার হাজার টাকা জরিমানা করেন।