বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির



বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ বিভাগের গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে বিদ্যুৎ বিভাগের  কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কমিটি। 

বৈঠকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সোলার বিদ্যুৎ উৎপাদনে জনগণকে আকৃষ্ট করার বিষয়ে বিদ্যুৎ বিভাগের গৃহীত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান।