মার্কোসার সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দেবে বাংলাদেশ

মার্কোসার সফররত বাংলাদেশ প্রতিনিধি দল ও ব্রাজিলের প্রতিনিধিরা

এবছর অনুষ্ঠিতব্য মার্কোসার শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) উপস্থাপনের সম্ভাবনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট) সফরের প্রথম পর্যায়ের প্রথম দিনের বৈঠকে এ প্রসঙ্গে কথা বলেছেন মন্ত্রী। বৈঠকে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে আমদানি বাড়াতে ব্রাজিল সরকার এবং ব্রাজিলের আমদানিকারকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করা হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। মার্কোসারের আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) উপস্থাপন করা হলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।