‘হাসপাতাল থেকে ৯০ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন’

ডেঙ্গু রোগীসারাদেশের হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছয় হাজার ৩৫ জন, যা আগের দিনের তুলনায় দুই শতাংশ কম। এর মধ্যে রাজধানী ঢাকার ১২টি সরকারি, ১২টি স্বায়ত্তশাসিত ও ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৪১১ জন। এছাড়া ঢাকার বাইরে ভর্তি থাকা রোগীর সংখ্যা দুই হাজার ৬২৪ জন। ঢাকা ও ঢাকার বাইরের মোট রোগীর শতকরা ৯০ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ( ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা যথাক্রমে এক হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫৫৮ জন। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৪৪৬ জন। এর মধ্যে রাজধানীতে ৬৮৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৭ জন। যা তার আগের দিন ( ২২ আগস্ট) ছিল এক হাজার ৫৯৭ জন ( ঢাকার ভেতরে ৭৬১ এবং ঢাকার বাইরে ৮৩৬ জন)। তার আগের দিন (২১ আগস্ট) ছিল এক হাজার ৬২৬ জন। এর মধ্যে ঢাকার ভেতরে রোগী ছিল ৭১১ জন আর ঢাকার বাইরে ৯১৫ জন।

‘গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে হাসপাতাল ছেড়েছেন ৬১০ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতকরা ৯ শতাংশ কমেছে’ বলেন ডা. আয়শা আক্তার।

চলতি বছরের শুরু থেকে ২৩ আগস্ট সকাল পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬১ হাজার ৩৮ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯৫৬ জন। এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে।