ডেঙ্গু রোগী কমছে




12২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা) ১ হাজার ১৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৪৪৬। অর্থাৎ এক দিনের ব্যবধানে কমছে ২৬৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ১২টি সরকারি ও ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫১৮ জন। ঢাকার বাইরে ভর্তি থাকা রোগীর সংখ্যা ২ হাজার ৭৭১।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে হাসপাতাল ছেড়েছেন ৪৬৩ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৪৬২ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬২ হাজার ২১৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৮৮১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে।