ইতালির রোমে বাংলাদেশি ‘ফাইনলুক’

 

 

received_486282615529046ইতালির রাজধানী রোমে যাত্রা শুরু করলো বাংলাদেশি পোশাকের প্রতিষ্ঠান ‘ফাইনলুক’। সম্প্রতি এর একটি শো-রুম উদ্বোধন করা হয়েছে। ইউরোপে বাংলাদেশি কোনও ব্র্যান্ডের প্রথম শো-রুম এটি।

প্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণসহ বিদেশিদের কাছে প্রতিষ্ঠিত হতে চায় বাংলাদেশি এই প্রতিষ্ঠান।

শো-রুম উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তিনি বলেন, এমন উদ্যোগ দেশকে পরিচিত করবে। ফাইনলুককে বিদেশিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ প্রবাসের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফাইনলুক কোম্পানির পরিচালক নূরুল আরমান বাংলা ট্রিবিউনকে বলেন, ফাইনলুক দেশের পোশাক শিল্পকে বিদেশে তুলে ধরবে। এটি সব বয়সীদের দেশীয় পোশাকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।