সোনাইমুড়ি পৌর মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

সুপ্রিম কোর্ট

 

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মোতাহের হোসেনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৮ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

পরে সানজিদ সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন অভিযোগে গত ২২ আগস্ট স্থানীয় সরকার বিভাগ মোতাহের হোসেনকে বরখাস্ত করে। এর বিরুদ্ধে ২৫ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত।

প্রসঙ্গত,গত ২২ আগস্ট স্থানীয় সররকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে চারটি অভিযোগের কথা উল্লেখ করা হয়।
মোতাহেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন সময়ে অশোভনীয়,অশালীন মন্তব্য ও কটূক্তি করা, সরকার প্রদত্ত রোলারের গায়ে স্থানীয় সরকার বিষয়ক শ্লোগানগুলো সর্বদা দৃশ্যমান রাখার ক্ষেত্রে অনীহা, পৌরসভার গাড়ি নিয়ে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়া এবং আইনের তোয়াক্কা না করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।