শাহজালালে ৫৭২ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ২

 

 

নিষিদ্ধ সিগারেটসহ আটকহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭২ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ দুবাই ফেরত দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। জব্দ সিগারেটের বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মোহাম্মদ মামুন মিয়াকে (২৮) ৩১২ কার্টন এবং রাত ২টা ৫৫ মিনিটে নুর মোহাম্মদ রায়হানকে (২৮) ২৬০ কার্টন সিগারেটসহ আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।

আটক মামুন মিয়া কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৩) ঢাকায় আসেন। তিনি জব্দ করা সিগারেট দুবাই থেকে নিয়ে আসেন। অন্যদিকে আটক নুর মোহাম্মদ গালফ এয়ারের একটি বিমানে (জিএফ ২৫০) ঢাকায় আসেন। তিনিও দুবাই থেকে সিগারেটের কার্টন নিয়ে আসেন বলে জানিয়েছেন।

আটক মামুন মিয়া চট্টগ্রামের হাটহাজারী থানাধীন পশ্চিম দোলইয়ের (কাটিরহাট) মোহাম্মদ জুলফিকারের ছেলে এবং আটক নুর মোহাম্মদ রায়হান একই জেলার ফটিকছড়ি থানাধীন উত্তর ধুরুং এর মৃত আবুল বাশারের ছেলে।

আলমগীর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।