বিএনপি একটি সন্ত্রাসী দল: শাজাহান খান

বিএনপি ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। ২০১৩, ১৪, ১৫ সালে পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস তার প্রমাণ।’

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে সারের দাবিতে কৃষকরা যখন আন্দোলন করছে তখন গুলি করে আন্দোলনকারীদের হত্যা করা হয়। কানসাটে যখন বিদ্যুতের দাবিতে আন্দোলন করা হচ্ছিলো, তখনও আন্দোলন দমন করার জন্য মানুষকে হত্যা করা হয়েছে’।

বিএনপিকে কুঁজো দল হিসেবে অভিহিত করে শাজাহান খান বলেন, ‘কুঁজো মানুষের সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছা করলেও, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তেমনি বিএনপির আন্দোলন সংগ্রাম করতে চাইলেও পারে না। বিএনপি বর্তমানে একটি কুঁজো দলে পরিণত হয়েছে।’

সাবেক এই নৌমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান বিদেশে বসে বার্তা পাঠিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে চায়। ইতিহাস সাক্ষী, অনেক বড় নেতারা কখনও পালিয়ে যাননি। দেশে থেকেই আন্দোলন-সংগ্রাম করার জন্য কারাবরণ করেছেন। বিদেশ থেকে বার্তা পাঠিয়ে আন্দোলন-সংগ্রাম হয় না। তারেক রহমান যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েছিল। কিন্তু সে একজন সন্ত্রাসী হওয়ায় যুক্তরাষ্ট্র তাকে ভিসাও প্রদান করেনি।’

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সহসভাপতি মাহবুবুর রহমান সুমন, স্বাধীন বাংলা মুক্তিযোদ্ধা সমন্বয় ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।