গতবছর বিদেশি বিনিয়োগ এসেছে ৩৬১ কোটি ডলার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশে ২০১৮ সালে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৬১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলারের। ২০১৭ সালের তুলনায় এই বিনিয়োগ ৬৮ শতাংশ বেশি। আর গত পাঁচ বছর আগের তুলনায় এই বিনিয়োগের পরিমাণ দ্বিগুণেরও বেশি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিডার চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের বিদায় উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০১৬ সালে ৩ সেপ্টেম্বর বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কাজী আমিনুল ইসলাম। তিন বছরের চুক্তি শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালে বিডা প্রতিষ্ঠার পর গত তিন বছরে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত সাত বছরের তুলনায় ২০১৭-১৮ সালে প্রকল্প বেড়েছে ২৩ শতাংশ, বিনিয়োগ বেড়েছে ১৩১ শতাংশ এবং কর্মসংস্থান বেড়েছে ৪৬ শতাংশ। একই সময়ে বিদেশি ও যৌথ বিনিয়োগ বেড়েছে ৩৮৯ শতাংশ।

বিডা চেয়ারম্যান বলেন, ‘দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। জাপানের মিতসুবিশি এরই মধ্যে বাংলাদেশে তাদের বিনিয়োগ কার্যক্রম বাড়িয়েছে। আগামীতে তাদের বিনিয়োগ আরও বাড়বে।’