ঢাবির গণরুম সমস্যা সমাধানে উপাচার্যকে ডাকসু সদস্যের স্মারকলিপি





ঢাবির গণরুম (ফাইল ছবি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যা সমাধানে উপাচার্য, উপ-উপাচার্য, হলগুলোর প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টরসহ দায়িত্বশীলদের কাছে স্মারকলিপি দিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের কাছে তিনি এটি পেশ করেছেন।


শিক্ষার্থীদের এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা ভোট চেয়েছেন। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবেন বলেও শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু, দায়িত্বগ্রহণের ছয় মাস হলেও এসব সমস্যা সমাধানে কোনও অগ্রগতি দেখছে না শিক্ষার্থীরা। অবশেষে প্রতিবাদ হিসেবে (১ সেপ্টেম্বর) নিজের বৈধ সিট ছেড়ে গণরুমে থাকছেন ডাকসুর এই সদস্য। সেখানে থেকে গণরুম সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ অনেকের কাছে স্মারকলিপি দিয়েছেন বলে জানান।