সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাবিতে সমাবেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমাবেশসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, বাংলাদেশ সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ ছাত্র পরিষদের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
মানববন্ধনে ‘চাকরি নয় সুযোগ চাই ৩৫ ছাড়া গতি নাই’, ‘বয়সের ফ্রেমে মেধাকে বন্দি করা চলবে না’ ইত্যাদি স্লোগান সংবলিত ব্যানার দেখা যায়। সমাবেশ থেকে অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি জানান বক্তারা।
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি দেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এম এ আলী। তিনি বলেন, ‘দাবি মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যাবো’।