সোনা চোরাচালানের দায় স্বীকার ইউএস বাংলার কেবিন ক্রু রোকেয়ার





ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী১০ কেজি সোনার বার চোরাচালানে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

দুই দিনের রিমান্ড শেষে আসামি রোকেয়াকে এদিন আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আসামিকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
এর আগের দিন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রোকেয়াকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওইদিন বেলা ১১টায় মাস্কট থেকে ঢাকায় অবতরণ করা ইউএস বাংলার ফ্লাইটে ছিল সে। তার পকেটসহ শরীরে তল্লাশি করে ব্রাউন স্কচটেপ দিয়ে মোড়ানো ৮২ সোনার বার (ওজন ১০ কেজি) উদ্ধার করা হয়।