রুয়েটের পঞ্চম সমাবর্তন ১ ডিসেম্বর

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রুয়েটের জনসংযোগ দফতর থেকে জুনিয়র সেকশন অফিসার আ ফ ম মাহমুদুর রহমান দীপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এ ভিজিটের পরামর্শ দেওয়া যাচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন ফি চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।