৩ দিন ধরে বাড়ছে ডেঙ্গু রোগী





সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৩ জন ডেঙ্গু রোগী। এর আগের দিন এ সংখ্যা ছিল ৬১৯ জন। আর গত পরশু শনিবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন আরও কম রোগী, ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে গত ৩ দিনে ডেঙ্গু রোগীর বৃদ্ধির এ চিত্র পাওয়া গেছে।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, তাদের ডেথ রিভিউ কমিটি ১১৬টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ২০৩টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৯২ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২৪৩ জন, ঢাকার বাইরে ৪৪৯ জন।
নতুন করে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার ভেতরে ১৯৩ জন, আর ঢাকার বাইরে ৪৬০ জন।
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন। এর মধ্যে ঢাকায় ৯৮৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫২৪ জন।
সারাদেশের মোট ডেঙ্গু আক্রান্ত ৯৭ শতাংশ রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলেও জানায় কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমের তথ্য থেকে আরও জানা যায়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮১ হাজার ৮৩৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১২৯ জন। আর এ মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৪২ জন।