প্রশিক্ষণ শেষে ভারতের বিশাখাপত্তম বন্দর ছেড়েছে ‘সমুদ্র অভিযান’

বানৌজা ‘সমুদ্র অভিযান’ এর অধিনায়ককে ক্রেস্ট প্রদান করছেন ভারতের পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডের কমডোর (অপারেশন্স) রাহুল শংকর

ভারতে তিন দিনের প্রশিক্ষণ-সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘সমুদ্র অভিযান’ বিশাখাপত্তম নৌ-জেটি ত্যাগ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বাদ্য পরিবেশনার মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়।

জাহাজটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নৌ-জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে বিশাখাপত্তমে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।