শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ হয়নি: ছাত্র ফেডারেশন

বর্তমান সরকারও বাষট্টির বাণিজ্যিক শিক্ষার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে শিক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্যে করেন তিনি।

তিনি বলেন, ‘১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশন শিক্ষাকে বিক্রি করে মুনাফালাভের জন্য শিক্ষানীতি প্রস্তাব করেছিল। মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহর রক্তের বিনিময়ে সেই জনবিরোধী শিক্ষানীতি বাতিল হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ হয় নি। বর্তমান সরকারও বাষট্টির শরীফ শিক্ষা কমিশনের মতো বাণিজ্যিক শিক্ষার পথেই হাঁটছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডাশেনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালমান ফারসি, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায়  ও অর্থ সম্পাদক মাহবুবুর রহমান নাঈমসহ আরও অনেকে।