শাহজালালে দুই কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতজন যাত্রীর কাছ থেকে দুই কেজি ১৩৬ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কয়েকটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুরে কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে মমতাজ বেগম ও আয়েশা বেগম নামে দুই যাত্রীর শরীর ও লাগেজ তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের পাঁচজন যাত্রীকে তল্লাশি করে আটটি স্বর্ণের বার (৮৩৪ গ্রাম), দুইটি স্বর্ণের চুড়ি (২৩৪ গ্রাম) ও একটি চেইন জব্দ করা হয়েছে। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।