জবির দক্ষিণ গেটের লেগুনাস্ট্যান্ড ফের উচ্ছেদ





উচ্ছেদ অভিযানে শিক্ষার্থীরাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দক্ষিণ গেটের সামনের অবৈধ লেগুনাস্ট্যান্ড ফের উচ্ছেদ করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে গেটটির দু’পাশের ফুটপাথে গড়ে তোলা প্রায় ৩০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে গেটটি খুলে দেওয়া হয়। এর আগে বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের সামনে উচ্ছেদের সময় বেশ কয়েকটি লেগুনা ও মিনিবাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে রড ও টিন দিয়ে বন্ধ রাখা গেটটিও উন্মুক্ত করেন। তবে পরদিনই ফের গেটটি বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুনরায় বসানো হয় লেগুনা ও মিনিবাস স্ট্যান্ড। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ পুনরায় উচ্ছেদ অভিযান চালান।
শিক্ষার্থীদের মিছিলশিক্ষার্থীরা বলেন, আমরা দু’দিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করে লেগুনাস্ট্যান্ড সম্পূর্ণভাবে তুলে দিয়ে দ্বিতীয় গেট সংস্কারসহ পুরোপুরি অবমুক্ত করার দাবি জানাই। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। লেগুনাস্ট্যান্ড সম্পূর্ণভাবে উঠিয়ে না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উচ্ছেদ অভিযানে শিক্ষার্থীরাএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও লেগুনাস্ট্যান্ডের লোকদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, জবির আশেপাশে কোনও দোকান বা স্ট্যান্ড থাকতে পারবে না। আমাদের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য দক্ষিণ গেটটি খোলামেলা রাখতে চাই।’