রোমে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর

ইতালির রাজধানী রোমের সান লিওনে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব সিলেট উৎসব ইতালি ২০১৯’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।ইতালি (2)

সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ। তিনি বলেন, ‘আমাদের সবার জন্য একটি সুন্দর দিন অপেক্ষা করছে আগামী ২৭ অক্টোবর। দিনটি স্মরণীয় করতে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউল ইসলাম, কমিশনার মাসুক মিয়া, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদসহ অনেকে।

জানা গেছে,  সিলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আছাব উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আল হারামাইন গ্রুপ চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির, ব্রাকসাজন-এর সিইও আব্দুস সালামসহ অনেকে।

উৎসবে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকাসহ  বিশ্বের ১৫টি দেশের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছাড়াও ইতালিতে বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক, সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।