গোপালগঞ্জের স্কুলগুলোতে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় নানা কর্মসূচি

received_347918532583033-01গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইন্সপেরিয়েশন ফর হিউম্যান ওয়েলফেয়ার( আই এইচ ডাব্লিউ) নামক একটি সামাজিক সংগঠন।

দুই দিনব্যাপী আয়োজনের  প্রথম দিনে ৩০ সাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলা থেকে টুংঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধ পর্যন্ত সাইকেল যাত্রা করে। এসময় তারা ঘোনাপাড়া, খালেকবাজার, টুঙ্গিপাড়া উপজেলাসহ বঙ্গবন্ধুর সমাধিসৌধের সামনের স্থান থেকে পলিথিন এবং প্লাস্টিক অপসারণ করে।

দ্বিতীয় দিনে সংগঠনটি গোপালগঞ্জ সদর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজে ক্লাইমেট স্ট্রাইকের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার করে। সেমিনারে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু  প্রতিকার সম্পর্কে বাংলাদেশের অবস্থান এবং শিক্ষার্থী হিসেবে আমাদের করণীয় বিষয়গুলি  তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেরিয়েশন ফর হিউম্যান অয়েলফেয়ার সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইরিন আক্তার মিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সহ সংগঠন এর অন্যান্য সেচ্ছাসেবীরা।