আগারগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান





71250934_540775223414743_7266876161349648384_nরাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় একই ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট দেওয়ার তথ্য মিলেছে।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক জানায়, হটলাইনে অভিযোগ আসে, আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে এবং অসাধু কর্মচারীদের কারণে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া একই ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট দেওয়ারও অভিযোগ পায় দুদক।
এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে পুলিশসহ ৫ সদস্যের একটি টিম পাসপোর্ট অফিসে অভিযান চালায়। অভিযানের সময় একই ব্যক্তির নামে ২টি পাসপোর্ট দেওয়ার প্রমাণ পায় দুদক টিম। এ বিষয়ে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) ও সিস্টেম অ্যানালিস্টের সঙ্গে কথা বলেন দুদক সদস্যরা। এ সময় পরিচালক (প্রশাসন) জানান, অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে দুদককে জানানো হবে।
অসাধু কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে দুদক।