বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘প্রকৃত ঘটনা’ জানাতে ইউজিসিকে মন্ত্রণালয়ের চিঠি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রকৃত ঘটনা জানাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই অনুরোধ জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আল রেজা স্বাক্ষরিত ইউজিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের জন্য সমবেত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।  এই বিষয়ে প্রকৃত ঘটনা ও বর্তমান অবস্থা সম্পর্কে সামগ্রিক তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে জানানোর জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

রবিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ‘সত্যানুসন্ধান’ কছে মন্ত্রণালয়।