ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ হতে পারে। ওই অনুষদের ফল প্রস্তুত করা হয়েছে বলে জানান ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

তিনি জানান, ‘ফল প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটিতে তা জমা দেওয়া হবে। এরপর উপাচার্য আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত কর্মকতা মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষদের ডিন অনলাইন ভর্তি কমিটিতে ফল জমা দিলে, তা অনলাইনভিত্তিক করতে আরও একদিনের মতো সময় লাগবে। এবার লিখিত থাকার জন্যে ফল প্রকাশে একটু বিলম্ব হচ্ছে।’

অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও ফল হাতে পাইনি। হাতে পাওয়ার পর তা অনলাইনভিত্তিক এবং ভুল-ত্রুটি সংশোধন করতে একদিনের মতো সময় লাগে। এরপরে উপাচার্য স্যার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।