খিলগাঁওয়ে ৪০০ পরিবারকে অবৈধ গ্যাস সংযোগ





71898025_3110713535636888_6990768566614097920_nতিতাস গ্যাস কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ সেপ্টেম্বর) এই অভিযানে ৪০০ পরিবারকে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, প্রতিটি পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা করে নিয়ে এই সংযোগ দেওয়া হয়েছিল। অবৈধ এই সংযোগ দেওয়ার সঙ্গে তিতাসের কিছু কর্মচারীর জড়িত থাকার তথ্য মিলেছে।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই অভিযান চালায়।
অন্যদিকে, পাবনার বেড়া পৌর ভূমি অফিসে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। জমি খারিজ করতে সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা হলেও ২৫ শতাংশ জমি খারিজের জন্য ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযানের সময় প্রমাণ পায় দুদক টিম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও অফিস সহকারীর কাছ থেকে ভূমি উন্নয়ন কর বাবদ অতিরিক্ত আদায় করা ১ লাখ ৮ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহকারী পরিচালক মো. আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান হয়।
এছাড়া, ভুয়া বিল ভাউচার দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনায় জলমহালের ইজারার সরকারি টাকা পরিশোধ না করে আত্মসাৎ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডির কার্ড প্রদানে অবৈধভাবে অর্থ আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগে আরও ৩টি অভিযান চালানো হয়।