এই প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের দুই শতাধিকের বেশি নেতাকর্মীর ছাত্রত্ব রয়েছে। তাদের হলে ওঠার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। কোনও কার্যকরী আশ্বাস পাইনি। ভিসি শুধু বলেছেন ‘হুম’, ‘হ্যাঁ’। স্যার কোনও সন্তোষজনক উত্তর দেননি।’’
সোমবার সকাল ১১টার দিকে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ দুই শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে আসেন। পরে দুপুর ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে যান। আধ ঘণ্টা আলোচনার পর সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, ভিসির সঙ্গে সাক্ষাতে নেতাকর্মীদের ওপর হামলার বিচার বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছেন তারা। কোনও অগ্রগতির খবর জানতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।