বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গেস্টরুম কালচার’ বন্ধের দাবি

২২২২২২

বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষে নতুন শিক্ষার্থী প্রবেশের পর ‘গেস্টরুম কালচার’-এর নামে হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বতন্ত্র জোট’ নামের একটি পাটাতনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হত্যাকাণ্ডের শিকার বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আবরার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার হতে মোমবাতি প্রজ্জ্বালন করে বুয়েট শহীদ মিনার অভিমুখে এক পদযাত্রার বের করেন তারা। এই পদযাত্রায় নাগরিক সমাজের অনেকে যোগ দেন। 


বুয়েট অভিমুখে পদযাত্রা

বক্তারা বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কোনও আবরারকে সন্ত্রাসীদের হাতে জীবন না দিতে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমের নামে পলিটিক্যাল টর্চার বন্ধের দাবি জানাচ্ছি।’