খালেদ মাহমুদ কারাগারে



যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ামানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গত ৭ অক্টোবর মানি লন্ডারিং ও মাদক আইনে দায়ের মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এই সাংগঠনিক সম্পাদককে তৃতীয় দফায় ৭ দিনের রিমান্ডে পাঠান আদালত। এর মধ্যে গুলশান থানার মানি লন্ডারিং মামলায় ৪ দিন এবং মতিঝিল থানার মাদকের মামলায় ৩ দিন ছিল। এ দুই মামলায় গত ২৭ সেপ্টেম্বর ১০ দিন এবং ১৯ সেপ্টেম্বর ৭ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।


গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতার করে র‌্যাব। এসময় সেখান থেকে অবৈধ অস্ত্রসহ লাইসেন্সের শর্ত ভঙ্গ করা দুটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ১০ লাখ ৩৪ হাজার টাকা এবং ৪ থেকে ৫ লাখ টাকা সমমূল্যের ইউএস ডলারও জব্দ করা হয়।