শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বিদেশি মুদ্রাসহ আটক আহমেদ আশিক মাহমুদহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। একই সঙ্গে মুদ্রা বহনকারী যাত্রী আহমেদ আশিক মাহমুদকে আটক করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিদেশি মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করে। বোর্ডিং ব্রিজ এলাকায় দুপুর সাড়ে ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংককগামী ফ্লাইটের যাত্রী আহমেদ আশিক মাহমুদকে তল্লাশি করে তার হাতের ট্রলি ব্যাগে সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ মুদ্রা পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।