ইউল্যাব স্কুলে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত

শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউল্যাব স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শুক্রবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ইউনিভর্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউল্যাব স্কুল কর্তৃপক্ষ ও ইউল্যাবের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা’র যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন– সাহিত্যিক-সাংবাদিক আনিসুল হক, ইউলেসার সভাপতি নাইম আহমেদ খান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরকার লিটু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং শেখ রাসেলের সহপাঠী বন্ধুরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে তাকে হত্যা করে।