যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

যাত্রাবাড়ীরাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ার আলামিন রোডে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩৭)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) লাইজু জানান, গোসল করার সময় বিদ্যুতের তার জাহাঙ্গীরের গায়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আকলিমা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দুপুর দেড়টার দিকে আকলিমাকে  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

জাহাঙ্গীরের ছেলে ফোরকান জানান, তার বাবা টিনশেড বাথরুমে গোসল করতে গিয়েছিল। সেখানে ওপর থেকে জিআই তার ছিটকে তার গায়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে মা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরখালি উপজেলার বালিপাড়া গ্রামে। পরিবার নিয়ে তিনি কোনাপাড়া আল-আমিন রোডে ভাড়া থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।