আবরার হত্যা মামলা: সিকিউরিটি গার্ড ও ক্যান্টিন বয়ের জবানবন্দি



আবরার ফাহাদ হত্যা মামলাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সোমবার (২১ অক্টোবর) ২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী। তারা হলেন বুয়েটের শেরেবাংলা হলের নিরাপত্তাকর্মী মোস্তফা ও ক্যান্টিন বয় জাহিদ হোসেন জনি। আদালত সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে এই ২ জনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন।




গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন...
আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ 

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর 

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা