মার্চে ইতালি আওয়ামী লীগের কাউন্সিল

ইতালি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

দীর্ঘ ৮ বছর পর হতে যাচ্ছে ইতালি আওয়ামী লীগের কাউন্সিল। আগামী বছরের মার্চে এ কাউন্সিল হতে পারে। ইতালি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে জিএম কিবরিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম লোকমান হোসেনের নাম গৃহীত হয়েছে এই সভায়।

গত ২৫ অক্টোবর রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে কার্যকরী পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়। কার্য নির্বাহী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ খান, হাবীব চৌধুরী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইকবাল হোসেন, রব ফকির, হাদিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহেরসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যারা অসাংগঠনিক ভাবে ইতালি আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করেছে তাদের আজীবন বহিষ্কার করা হবে। এছাড়া যারা ঐ বিতর্কিত সংগঠনের পদ পদবি ব্যবহার করবে তাদের শোকজ নোটিশ পাঠানো হবে এবং শোকজ নোটিশের জবাব না দিলে ওই নোটিশই তাদের ক্ষেত্রে স্থায়ী বহিষ্কার হিসেবে গণ্য করা হবে।

এ ব্যাপারে ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে সংগঠনের ত্রি-বার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলের মাধ্যমে ইতালি প্রবাসী বাংলাদেশিরা একটি শক্তিশালী সংগঠন পাবে যেখানে অনুপ্রবেশকারী, হাইব্রিড এবং দলকে যারা বিভক্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের কোনও আশ্রয় থাকবে না।