মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো রেডিও মেঘনা

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো রেডিও মেঘনাইউনিসেফের ১৫তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছে কোস্ট ট্রাস্টের কমিউনিটি রেডিও মেঘনা। ‘কন্যা শিশু জন্ম নেওয়ার আশঙ্কায় গর্ভপাত করছেন নারীরা’ শিরোনামের প্রতিবেদনের জন্য সংবাদ প্রতিবেদন বিভাগে প্রথম পুরস্কার পেলো রেডিও মেঘনা। রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেডিও মেঘনার অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার কণিকা রানীর হাতে  ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউনিসেফের শুভেচ্ছা দূত চিত্র নায়িকা মৌসুমী ও বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ।

১৫তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য রেডিও মেঘনাসহ সাতটি কমিউনিটি রেডিওর ১৭টি অনুষ্ঠান চারটি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।