যশোরের সারাতলা গার্লস হাই স্কুলের অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

২০১৯ সালের এসএমসি পরীক্ষায় কোনও শিক্ষার্থী পাস না করায় যশোর শিক্ষা বোর্ডের অধীন সারাতলা গার্লস হাই স্কুলের অ্যাকাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী এক বছরের মধ্যে শর্তপূরণ করা সম্ভব না হলে স্বীকৃতি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে (গত ৬ অক্টোবর) এসএসসিতে কোনও শিক্ষার্থী পাস না করায় রাজশাহীর পবা উপজেলার বাগসারা বালিকা উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয় পাঠদানের অনুমোদন বাতিলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়।  

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডেরও দুটি প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে, দাখিল পরীক্ষায় শূন্য পাস করা ৫৯টি মাদ্রাসার মধ্যে ৭টি মাদ্রাসার এমপিও স্থগিত করা হয়েছে। আর ৫২টি মাদ্রাসার অ্যাকাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমোদন বাতিলের ব্যবস্থা নিচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

উল্লেখ্য, ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১০৭টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি  প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেউ পাস না করা প্রতিষ্ঠান ১০৩টি।