এফবিআই’র সঙ্গে সমঝোতা স্মারক সই করতে চায় দুদক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সঙ্গে সমঝোতা স্মারক সই করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য এফবিআইকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ও স্টেট ডিপার্টমেন্টের তিন সদস্যের প্রতিনিধি দল ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক-এফবিআই সমঝোতা স্মারক সই হলে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে।’
তিনি বলেন, ‘এফবিআই’র দক্ষ ও চৌকস কর্মকর্তারা বাংলাদেশে এসে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারেন। এক্ষেত্রে দুদক হয়তো প্রশিক্ষকদের লোকাল হসপিটালিটির ব্যবস্থা করতে পারে। তদন্ত ও প্রসিকিউশনে অভিজ্ঞ রিসোর্স-পার্সনদের মাধ্যমে কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় দুদক।’

ইকবাল মাহমুদ বলেন, ‘মানিলন্ডারিং, সন্ত্রাসবাদে অর্থায়ন, অপরাধীদের গতিবিধি তদারকি ও দুর্নীতির ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চায় দুদক। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে উন্নতমানের ফরেনসিক ল্যাব স্থাপনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে।’
প্রতিনিধি দলটিকে অভিনন্দন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিগত তিন বছরে দুদকের ১৬৪ জন কর্মকর্তাকে অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশনের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষমতা বাড়াতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা বাংলাদেশের দুর্নীতি দমনে দুদকের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’