প্যারিসে নতুন ঘাতক দালাল নির্মূল কমিটি

ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন আহ্বায়ক কমিটির সদস্যরাফ্রান্সের প্যারিসে গঠন করা হলো ৩১ সদস্যের ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন আহ্বায়ক কমিটি। এতে নির্মাতা প্রকাশ রায় আহ্বায়ক ও আমিন খাঁন হাজারী সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। বহির্বিশ্বে এই কমিটি ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ নামে পরিচিত।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুলের উপস্থিতিতে গত ৩০ অক্টোবর প্যারিসের কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে আছেন আল আমিন শাহিন, আরিফ রানা ও কামাল মিয়া।
ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন আহ্বায়ক কমিটির সদস্যরাদুই দিনের এই আয়োজনে ছিল আলোচনা সভা ও মতবিনিময়। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম।
আলোচনা সভাগুলোতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী সব ধরনের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও রাজাকার কর্তৃক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপন করেন তারা।