ভবন নির্মাণ করতে হবে পরিকল্পিতভাবে: গৃহায়ন মন্ত্রী

নগর পরিকল্পনা দিবস উপলক্ষে শোভাযাত্রায় শ ম রেজাউল করিমশহরের সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দেশে কোনও ইমারত অপরিকল্পিতভাবে নির্মাণ করা যাবে না। সব পরিকল্পনা মতো করতে হবে। গ্রাম বা শহরে যেখানে সেখানে যাতে ভবন নির্মাণ করা না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

শনিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধনা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সুযোগ মানুষ পাবে। এই লক্ষ্য নিয়েই আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নান্দনিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ ড. একেএম আবুল কালাম, সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম প্রমুখ।

শোভাযাত্রায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী, ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনের সদস্যরা অংশ নেন।