রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা, আটক ১


রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকার এক ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। আটক ব্যক্তির নাম আতিক (৫২)।

সোমবার (১১ নভেম্বর) বিকালে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাবোর একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট, নগদ টাকা এবং পাসপোর্ট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ট্রেলিয়ার ব্যাংকে চার লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার এফডিআর ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ৭০ লাখ টাকা থাকার কথা জানিয়েছে আটক আতিক। অস্ট্রেলিয়ায় তার একটি বাড়ি থাকার কথাও জানিয়েছেন তিনি।