ট্রাক চালানোর দায়ে তেজগাঁওয়ে এক চালককে মারধর (ভিডিও)

৯ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি চলাকালে এক ট্রাকচালককে মারধরের ঘটনা ঘটেছে।

দোকান ও বাসাবাড়িতে জার ভর্তি পানি সরবরাহের কাজে নিয়োজিত ওই ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন। তার গাড়ি নম্বর ঢাকা মেট্রো-ন ১৬-৩৭০৫। 

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তিনি ছোট্ট ট্রাকটিতে পানির জার নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে আনিসুল হক সড়কে আসামাত্র তার ওপরে চড়াও হন আন্দোলনরত শ্রমিকরা। এসময় তাকে চড়-থাপ্পড় দিতে দেখা গেছে। পরে চালকের আসন থেকে তাকে রাস্তায় নামিয়ে আনা হয়।

চালক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দোকান ও বাসাবাড়িতে  পানি দেওয়ার জন্য গাড়ি নিয়ে এখানে এসেছি। এরপর কী হয়েছে তা আপনারা দেখেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

উল্লেখ্য, ৯ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।