যুদ্ধজাহাজে তিন ঘণ্টা (ভিডিও)


বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা তিস্তা’ ঘুরে দেখলেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দুপুর ২টা থেকে ঢাকার সদরঘাটে জাহাজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

জাহাজটি ঘণ্টায় ১৯ দশমিক ৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। এর দৈর্ঘ্য ৪০ দশমিক ৫ মিটার, প্রস্থ ৬ দশমিক ৩০ মিটার। সূর্যাস্ত পর্যন্ত এটি দেখার অভিজ্ঞতা অন্যরকম লেগেছে নানান বয়সী মানুষের।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুর ও মোংলায় নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।

ভিডিও প্রতিবেদন: সাজ্জাদ হোসেন, ভিডিও সম্পাদনা: মুন্না