৪১তম বিসিএসের আবেদন ৫ ডিসেম্বর থেকে, নিয়োগ পাবে ২১৬৬ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বুধবার (২৭ নভেম্বর) কমিশনের ওয়েবসাইটে দেওয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগামী ৫ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে। আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। সময় ২ ঘণ্টা। প্রতিটির সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে।
পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।