বুয়েটে র‍্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা বৃহস্পতিবার

বুয়েটবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)তিনটি আবাসিক হলে র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ বৃহস্পতিবার তাদের শাস্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান৷ প্রশাসনের এমন পদক্ষেপের পর আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণে রাজি হয়েছে শিক্ষার্থীরা। তবে তার আগে বাকি দাবি মেনে নেওয়ার শর্ত রয়েছে তাদের।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তিন দফা দাবিতে দীর্ঘ দুই মাস ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করছে বুয়েট শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রথম দাবি মেনে নিয়ে ওই হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের দাবি নিয়ে বুধবার দুপুরে বৈঠক করেছেন উপাচার্য অধ্যাপক ড.সাইফুল ইসলাম এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।

জানতে চাইলে মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিটি বৃহস্পতিবার বাস্তবায়ন করা হবে৷ তিনি জানান, এটি মেনে নিতে ইতোমধ্যে তিনটি আবাসিক হলে র‍্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ সোহরাওয়ার্দী এবং আহসান উল্লাহ হলে জড়িতদের কালকের (বৃহস্পতিবার) মধ্যে সাজা দেওয়া হবে৷ আর তিতুমীর হলের ঘটনায় নতুন করে কিছু শিক্ষার্থীর নাম যুক্ত হওয়ায় আরও একটি কমিটি গঠন করা হয়েছে। ফলে ওই হলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও চার-পাঁচদিন সময় লাগবে। আগামী রবি বা সোমবারে শাস্তি ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।

বুয়েট শিক্ষার্থীদের তৃতীয় দাবিটি ছিল সাংগঠনিক ছাত্ররাজনীতি এবং র‌্যাগিংয়ের বিভিন্ন ক্যাটাগরির শাস্তির নীতিমালা প্রস্তুত করে সাধারণ ছাত্রদের নিয়ে প্রশাসনকে আলোচনায় বসতে হবে। ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে বুয়েট অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অনুমোদিত হয়ে প্রস্তাবিত অ্যাকাডেমিক কার্যক্রম অংশগ্রহণের তারিখের অন্তত ৭ দিনপূর্বে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে৷

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় দাবিটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বুয়েটের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী জানিয়েছেন, র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত তিন হলের শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করলে তারা অংশগ্রহণ করবেন বলে প্রশাসনের সঙ্গে কথা দিয়েছেন। তবে পরীক্ষা শুরুর আগে তৃতীয় দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় বসা হবে না বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি সূত্র।